মা হওয়ার আগেই বড় প্রাপ্তি হতে চলেছে কিয়ারা আডবাণী। কী সেই প্রাপ্তি?



নতুন ছবিতে সাক্ষর? নাহ.. 'মেট গালা ২০২৫'-এর রেড কার্পেটে দেখা যেতে চলেছে কিয়ারা আডবাণীকে।



এর আগেই 'কান'-এর রেড কার্পেটে হেঁটেছেন কিয়ারা। আর এবার তিনি পা রাখতে চলেছেন 'মেট গালা'-য়।



এবারে 'মেট গালা'-র থিম, ‘Superfine: Tailoring Black Style’। সেই মতোই সাজবেন কিয়াবা আডবাণী।



এর আগে দীপিকা পাড়ুকোন, প্রিয়ঙ্কা চোপড়ার মতো দুঁদে অভিনেত্রীও 'মেট গালা'-র রেড কার্পেটে চমক লাগিয়েছেন।



কাজের ক্ষেত্রে, কিয়ারা তাঁর আগাম ছবি 'ডন ৩' -এর সিক্যুয়াল থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর কাছে পরিবার বেশি গুরুত্বপূর্ণ।



তবে এখনও পুরোদমে শ্যুটিং করে চলেছেন কিয়ারা। তাঁর হাতে একটি গোটা ছবির কাজ রয়েছে।



সেই ছবিটির কাজ সেরে আপাতত কয়েক মাসের জন্য বিরতি নেবেন কিয়ারা। সন্তান জন্মের পরে ফিরবেন শ্যুটিংয়ে।



কিয়ারা ঠিক কবে থেকে বিরতি নেবেন বা কবে কাজে ফিরবেন, সেই সম্পর্কে এখনও বেশি তথ্য জানা যায়নি।



তবে কিয়ারার কাছে এখন কেরিয়ারের থেকে বেশি গুরুত্বপূর্ণ তাঁর মাতৃত্ব।