২ মাসের লড়াইয়ের অবসান। অবেশেষে নিজের X অ্যাকাউন্টটি ফিরে পেলেন শ্রেয়া ঘোষাল।



২ মাস আগে শ্রেয়ার X অ্যাকাউন্টটি হ্যাকারদের খপ্পরে পড়ে ও সেটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারান শ্রেয়া।



কিছু অযাচিত পোস্ট হওয়ার পরেই শ্রেয়া বুঝতে পেরেছিলেন তাঁর অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গিয়েছে।



সাইবার সেলে অভিযোগ ও জানিয়েছিলেন তিনি, তবে তাতে কোনও লাভ হয়নি।



শ্রেয়া সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়, তবে গত ২ মাস ধরে X অ্যাকাউন্টটি তাঁর হাতের বাইরে ছিল।



শ্রেয়া অনুরাগীদের জানিয়েছিলেন, তিনি অনেক চেষ্টা করেও অ্যাকাউন্টটি ফেরত পাচ্ছেন না।



শ্রেয়াকে সাহায্য করেছেন একজন ভারতীয়ই, এমনটাই জানিয়েছেন তিনি। তাঁর কল্যাণেই আবার শ্রেয়ার X-এ ফেরা।



X-এ ফিরেই শ্রেয়া অনুরাগীদের সতর্ক করেছেন বিভিন্ন কারচুপি থেকে বাঁচতে।



অযাচিত চমকপ্রদ কোনও লিঙ্কে ক্লিক করতে বারণ করেছেন শ্রেয়া।



তবে শ্রেয়া অভিযোগ, বার বার রিপোর্ট করা সত্ত্বেও এই ধরণের ভুয়ো পপ আপ আসতেই থাকে।