'কুছ তো গড়বড় হ্যায়....', ৯০-এর দশকে যাঁরা জন্মেছেন, এই সংলাপ তাঁদের অনেকেরই চেনা



২০ বছর ধরে যিনি এসিপি প্রদ্যুমনের ভূমিকায় অভিনয় করে আসছেন, সেই অভিনেতার আসল নাম জানেন না অনেকেই!



এসিপি প্রদ্যুমন নামের আড়ালে যেন হারিয়েই গিয়েছে এই অভিনেতার আসল নামটা। শিবাজী সত্যম।



শেষ হতে চলেছে শিবাজীর ২০ বছরের সফর, এবার সিআইডি থেকে বিদায় নেবেন তিনি।



'সিআইডি'-তে দেখানো হবে এসিপি প্রদ্যুমনের মৃত্যু, ইতিমধ্যেই শ্যুটিং হয়ে গিয়েছে। সম্প্রচার ও হবে শীঘ্রই।



মহারাষ্ট্রের দেবগড়ে জন্মগ্রহণ করেছিলেন শিবাজী, কখনও অভিনয়কে কেরিয়ার করার কথা ভাবেননি তিনি



একসময়ে ব্যাঙ্কের অফিসার হিসেবে কাজ করতেন শিবাজী। সেখানেই কাটিয়েছেন জীবনের অনেকটা সময়।



১৯৮০ সালে প্রথম 'রিস্তে-নাতে' ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় পা রাখেন শিবাজী।



এরপরে বিরতি, ১৯৮৮ সালে ফের একটি জনপ্রিয় সিরিজে ছোটপর্দায় দেখা যায় শিবাজীকে।



ধারাবাহিক ও সিনেমা মিলিয়ে হিন্দি ও মারাঠি ভাষায় একাধিক কাজ করেছেন তিনি, তবে তাঁকে পরিচিতি এনে দিয়েছিল 'সিআইডি' (CID)