পাঞ্জাব কিংগসের তারকা ক্রিকেটারের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এই তরুণী।



চ্যাম্পিয়ান্স ট্রফিতে যুজবেন্দ্র চাহালের পাশের সিটেই দেখা গিয়েছিল তাঁকে, সেই থেকেই সম্পর্কের গুঞ্জন।



ভাইরাল এই তরুণীর নাম মাহভাস, তিনি পেশায় একজন রেডিও জকি বা আরজে।



সম্প্রতি যুজবেন্দ্র চাহলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন আর জে মাহভাস।



মাহভাসের কথায়, পাশাপাশি বসে খেলা দেখলেই প্রেম করা হয়ে যায় না।



মাহভাস তার সঙ্গেই প্রেম করবেন, যাকে তিনি বিয়ে করতে পারবেন। এটাই তাঁর স্বপ্ন।



মাহভাস বলেন, তিনি ভীষণ আবেগপ্রবণ। প্রেমে পড়লে বাচ্চা অবধি পরিকল্পনা করে ফেলেন।



সেই কারণেই যে কোনও কারও সঙ্গে ক্যাজ়ুয়াল ডেটিংয়ে নারাজ মাহভাস। সেটি নাকি তাঁর দ্বারা হয় না



যুজবেন্দ্র চাহলের সঙ্গে ডেট করার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মাহভাস।



মাহভাস দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছেন তিনি সিঙ্গল বা একাই রয়েছেন।