মা প্রথম সারির অভিনেত্রী। শ্রীদেবী। কিন্তু চেয়েছিলেন মেয়ে হোক চিকিৎসক! এক সিনেমার চরিত্রের থেকেই মেয়ের নাম জাহ্নবী রেখেছিলেন শ্রীদেবী ও বনি কপূর। শ্রীদেবী চাইলেও, বনি কপূর বুঝেছিলেন বড় মেয়ের ভবিষ্যৎ হবে রূপোলি পর্দা। অভিনয়ের পাশাপাশি, নাচ করতেও ভালবাসেন জাহ্নবী কপূর। প্রথাগত শিক্ষাও নিয়েছিলেন নাচ ও অভিনয়ের পাশাপাশি, জাহ্নবী নাকি কবিতা লিখতেও পছন্দ করেন। তবে খুব বেশি নয়। জাহ্নবীর একটি জলখাবার প্রিয় গোলাপি বোতল রয়েছে। তার নাম 'চুসকি' জাহ্নবী বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন। তবে তাঁর প্রিয় জায়গা উদয়পুর। জাহ্নবী মনে করে, তাঁর জীবনসঙ্গীকে নিজের কাজকে ভালবাসতে হবে। কেরিয়ারের কথাও ভাবতে হবে। জাহ্নবী তিরুপতি মন্দিরে সাবেক বিয়ে সারতে চান। পরতে চান একটি জরি পাড়ের কাঞ্জিভরম শাড়ি জাহ্নবীর কড়া বার্তা, কেরিয়ারের সঙ্গে সঙ্গে, জীবনসঙ্গীকে পাগলের মতো ভালবাসতে হবে তাঁকেও।