তাঁর জন্ম, কিশোরী বয়স পর্যন্ত বেড়ে ওঠা ভবানীপুরে। তখনও তিনি জানতেন না, কোন পরিবারে জন্মগ্রহণ করেছেন তিনি



ভবানীপুরের মল্লিকবাড়ির মেয়ে কোয়েল, বাবা নাম করা অভিনেতা তা জানতেনও না তিনি!



ছোটবেলায় কোয়েল জানতেন, বাবা বোধহয় আর সবার মতো চাকরি করেন, সময়ে ফিরে আসেন বাড়িতে।



বাবা রঞ্জিত মল্লিক ছুটির দিন পুরো সময়টাই দিতেন পরিবারকে। আর তাই কোয়েলের ধারণা ছিল এমনই।



শেষে একদিন টিভিতে চলা সিনেমায় বাবাকে দেখে ভুল ভাঙে কোয়েলের।



কোয়েলকে কখনও সিনেমায় অভিনয় করার জন্য জোর করেননি রঞ্জিত মল্লিক।



বরং হরনাথ চক্রবর্তী যখন কোয়েলকে সিনেমায় নিতে চান, তখন বাধা দিয়েছিলেন খোদ রঞ্জিত মল্লিকই।



রঞ্জিত মল্লিকের আশঙ্কা ছিল, কোয়েল অভিনয় করতে না পারলে প্রযোজকের ক্ষতি হবে।



যদিও প্রথম পরীক্ষাতেই সসম্মানে উৎরে যান কোয়েল.. হিট হয় ছবি।



পরে কোয়েল সবটা জানতে পেরে বাবাকে বলেছিলেন, 'তুমি বাবা হয়ে আমায় সিনেমায় নিতে বারণ করেছিলে'!