অভিনয় জগতে রূপচর্চা বা কাকে কেমন দেখতে সেই নিয়ে চর্চা খুবই সাধারণ। সেই কারণে প্লাস্টিক সার্জারিও বেশ প্রচলিত।



কোন তারকাকে কবে কেমন দেখতে হচ্ছে তা সহজেই নজর কাড়ে দর্শকের। কিন্তু অনেক সময়েই সার্জারি না করিয়েও সাধারণ মানুষের কটাক্ষের শিকার হতে হয়।



চোখে-মুখে কখনও ছুরি-কাঁচি না চালিয়েও যাঁদের বিরুদ্ধে কৃত্রিম রূপ নেওয়ার অভিযোগ ওঠে তাঁরা কারা?



লেডি গাগা - অস্কারজয়ী, গ্র্যামিজয়ী শিল্পী চিরকালই প্লাস্টিক সার্জারির বিরুদ্ধে প্রকাশ্যেই মুখ খুলেছেন। যদিও তিনিও এই পথ ধরেছিলেন একবার, স্বীকার করেন সে কথাও।



কাইলি জেনার - রিয়েলিটি টিভি স্টারকে নিয়ে আলোচনা হয় প্রায়ই। যদিও তাঁকে নিয়ে ওঠা প্লাস্টিক সার্জারির সমস্ত গুজব অস্বীকার করেছেন তিনি।



বাণী কপূর - 'বেফিকরে' ছবিতে তাঁকে দেখে অনেকেই বলেন তিনি থুতনির সার্জাকি করিয়েছেন। তবে গোটাটাই ওজন কমার কারণে হয়েছে বলে জানান তিনি।



এরিন মরিয়ার্টি - 'দ্য বয়েজ' অভিনেত্রীর সাম্প্রতিক কিছু ছবি দেখে অনুরাগীরা বলেন সার্জারি করিয়েছেন তিনি। যা অস্বীকার করেন অভিনেত্রী।



রাজকুমার রাও - থুতনিতে সার্জারি করানোর অভিযোগ ওঠে। তবে তা অস্বীকার করেন অভিনেতা। বলেন, 'আমি জানি সত্যিটা কী'!



প্রিয়ঙ্কা চোপড়া - তাঁকে ঘিরে সার্জারির বিতর্ক হয়েছে প্রবল। 'ন্যাজাল পলিপ'-এর জন্য সার্জারি করেছেন, জানিয়েছিলেন অভিনেত্রী।



তারকাদের নিয়ে প্রায়ই চর্চা হয়। তা স্বাভাবিকও। তবে অনেকেই এই প্লাস্টিক সার্জারির জন্য হিতে বিপরীত পরিস্থিতিও দেখেছেন, জানিয়েছেন নিজেরাই।