পার্শ্বচরিত্র হলেও দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছিলেন 'তারক মেহতা কা উল্টা চশমা'র দৌলতেই খ্যাতি গুরুচরণ সিংহের রোশন সিংহ সোধির ভূমিকায় অভিনয় করেছিলেন সিরিয়ালে গত পাঁচ দিন ধরে অভিনেতা নিখোঁজ বলে জানা গিয়েছে দিল্লি থেকে মুম্বই আসছিলেন, বাড়ি থেকে বিমানবন্দরের উদ্দেশে বেরোন কিন্তু গুরুচরণ গন্তব্যে পৌঁছননি বলে দাবি তাঁর পরিবারের টাকা লেনদেনের পর থেকে মোবাইলও বন্ধ বলে খবর থানায় অভিযোগ জানিয়েছেন অভিনেতার বাবা অপহরণের মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ গুরুচরণের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ