তীব্র গরম, কিন্তু তার মধ্যেই যেতে হবে অফিস, থাকবে বন্ধুদের সঙ্গে দেখা-সাক্ষাৎ। কেমন হবে আপনার স্টাইল স্টেটমেন্ট?



সোশ্যাল মিডিয়ায় সামার আউটফিটে যাঁরা ঝড় তুলেছেন, তাদের মধ্যে মনামী ঘোষ অন্যতম।



গরম মানেই যে শুধু সাদা পোশাক, এই কথা ভুল। ডেনিম শর্টসের সঙ্গে মনামীর মতোই পরতে পারেন উজ্জ্বল ট্যাঙ টপ



ডেনিমের বদলে বেছে নিতে পারেন আরামদায়ক প্রিন্টেড শর্টসও।



ডেনিম পরার ইচ্ছা হলে পেয়ার করতে পারেন ক্রপ টপ দিয়ে



বন্ধুদের সঙ্গে বিচে যাওয়ার ইচ্ছা হলে ব্যাগে রাখুন ঝলমলে রঙিন বিকিনি



জায়গা বুঝে জুতোকে রিপ্লেস করতে পারেন হালকা নরম স্লিপার্স দিয়ে



গরমে চুল খোলা রাখতে অসুবিধা? মেসি বান বা পনিটেলই হোক স্টাইল স্টেটমেন্ট



পার্টিতে যেতে চাইলে বেছে নিতে পারেন সাদা গাউন বা লেহঙ্গা।



ন্যুড মেকআপই হোক গরমের জন্য স্টাইল স্টেটমেন্ট