শোনা যাচ্ছে, ফের প্রেমে পড়েছেন সামান্থা রুথ প্রভু। রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে তাঁর।
নিজের নতুন সম্পর্ক নিয়ে কিন্তু রাখঢাক করতে নারাজ সামান্থা। সোশ্যাল মিডিয়ায় টুকরো টুকরো ছবি শেয়ার করে নেন অভিনেত্রী।
কখনও দেখা যায়, তিনি রাজের সঙ্গে পিকলবল খেলছেন সপ্তাহান্তে, কখনও আবার সময় কাটাচ্ছেন গল্প করে
তবে সদ্যই রাজ নিদিমোরুর প্রাক্তন স্ত্রী একটি অর্থপূর্ণ পোস্ট শেয়ার করে নিয়েছেন।
সদ্য শ্যামলী দে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'সময় সবটা প্রকাশ করে, কর্মা ঠিক করে'
এর ঠিক একদিন আগেই, সোশ্যাল মিডিয়ায় শ্যামলি লিখেছিলেন, 'ভাল কাজ করুন, মানুষের সঙ্গে সঠিক ব্যবহার করুন'
তবে এই সমস্ত কিছুতে একেবারেই কান দিতে চান না সামান্থা, তিনি নিজের মতো করেই সময় কাটাতে ব্যস্ত।
শোনা যায়, সামান্থা ও রাজ নিদিমোরুর কাজের সূত্রে যোগাযোগ শুরু হয়েছিল ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ২ থেকে
‘সিটাডেল: হানি বানি’র ভারতীয় সংস্করণের জন্য সামান্থা ও রাজ ফের একসঙ্গে কাজ করেছিলেন।
মনে করা হচ্ছে, ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ৩-এ তাঁরা আবার একসঙ্গে কাজ করবেন