লোকসভা নির্বাচন শুরুর আগেই ইস্তফাপত্র পাঠিয়েছিলেন দলের কাছে, তবে তারপরে আর মুখ খোলেননি রাজনীতি নিয়ে। এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে, এই প্রথম রাজনীতি নিয়ে মনের কথা বললেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সামনেই মুক্তি পাচ্ছে মিমির নতুন ছবি 'আলাপ', আর ছবি নিয়ে দেওয়া সাক্ষাৎকারেই উঠে এল রাজনীতির কথা। ভোটের মরসুমেও মিমি ব্যস্ত ছবির প্রচারে, কেরিয়ারটাকে কি নতুন করে ভাবছেন তিনি? মিমি বললেন, 'আপাতত মন দিয়ে পড়াশোনাটাই করছি'। রাজনীতি কথা এখন ভাবতে নারাজ তিনি। রাজনীতি নিয়ে কোনও টিপস রয়েছে মিমির কাছে? হাসতে হাসতে নায়িকা বলছেন, 'আমি তো রাজনীতিই ছেড়ে দিয়েছি' সংসার ও সম্পর্ক নিয়ে মিমি বলছেন, 'আমার বাড়িতে ৩ পোষ্য রয়েছে, তাদের সঙ্গে থাকি' মিমি বলছেন, 'আমার মা-বাবা রয়েছেন, তাঁদের সমস্ত দায়িত্বও আমায় পালন করতে হয়' তবে এখনই সম্পর্ক নিয়ে ভাবতে চান না তিনি। মিমির মতে, তিনি যে দায়িত্ব পালন করছেন, তা তো সংসারই। মিমি বলছেন, 'কখনও সম্পর্কে জড়ালে তা সবাই জানতেই পারবে'