নববর্ষ মানে কেবল নিজের খুশি নয়, ঊষা উত্থুপ বিশ্বাস করেন খুশিকে ভাগ করে নেওয়ায়।



করোনাকালে একবার বাড়িতে একা ছিলেন ঊষা উত্থুপ। সময় পেয়ে গোছাচ্ছিলেন নিজের শাড়ির আলমারি।



সমস্ত শাড়ি বিছানায় নামিয়ে রেখে লজ্জা পেয়ে গিয়েছিলেন তিনি নিজেই। জানেন কেন?



শাড়ির প্রাচুর্য্য দেখে ঊষা উত্থুপের মনে হয়েছিল, সত্যিই কি তাঁর এত শাড়ির প্রয়োজন?



প্রচুর শাড়ির মধ্যে থেকে তিনি ঠিক করেছিলেন, মাত্র ৩০টা শাড়িই পরবেন তিনি, বাকি বিলিয়ে দেবেন।



ঊষা উত্থুপের মতে, যদি ৬ মাস আমাদের কোনও জিনিসের কথা মনে না পড়ে, তাহলে জীবনে তা অপ্রয়োজনীয়।



কলকাতায় এসেই ঊষা উত্থুপ পরিচিত হয়েছিলেন নববর্ষের সঙ্গে।



দক্ষিণী পরিবারে জন্মগ্রহণ, মুম্বইতে বেড়ে উঠেছিলেন ঊষা উত্থুপ।



তাই নববর্ষের দিন ঊষা উত্থুপ ছোটবেলায় পালন করতেন বিসু