বর্তমানে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রী কাজ করেছেন বলিউডেও।



সামনেই মুক্তি পাচ্ছে মিমির নতুন ছবি 'আলাপ', বিপরীতে রয়েছে আবির চট্টোপাধ্যায়।



তবে জানেন কি? অভিনয় নয়, মিমি নিজের কেরিয়ারের শুরু করেছিলেন মডেলিংয়ের হাত ধরে।



ঋতুপর্ণ ঘোষের পরিচালনায়, গানের ওপারে ধারাবাহিকের হাত ধরে অভিনয়ে পা রাখেন মিমি।



'বাপি বাড়ি যা' ছবিতে বড়পর্দায় পা রেখেছিলেন মিমি চক্রবর্তী।



বর্তমানে কলকাতায় বসবাস করলেও, মিমির আদি বাড়ি জলপাইগুড়িতে।



ছোটবেলায় মিমি কিন্তু ভীষণ ডানপিটে ছিলেন, এই গল্প একাধিকবার করেছেন অভিনেত্রী।



লোকসভা নির্বাচনে প্রার্থী ও তারপরে জয় লাভ করলেও বর্তমানে রাজনীতির সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন মিমি।



মিমি পশুপ্রেমী, তাঁর বাড়িতে ৩টি পোষ্য রয়েছে।



একাধিকবার তাঁকে নিয়ে প্রেমের গুঞ্জন শোনা গেলেও, বর্তমানে মিমি সম্পর্কে নেই বলেই জানিয়েছেন তিনি।