১৬ এপ্রিল ৪৬ পূর্ণ করলেন অভিনেত্রী লারা দত্ত। যদিও তাঁকে দেখে বোঝার উপায় নেই যে বয়সের নিরিখে প্রায় অর্ধশতকের দোরগোড়ায় দাঁড়িয়ে তিনি।



ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশের আগে লারা দত্ত শিরোনামে আসেন ২০০০ সালে 'মিস ইউনিভার্স' খেতাব জিতে।



প্রথম ভারতীয় নারী হিসেবে ১৯৯৪ সালে এই তকমা জেতেন সুস্মিতা সেন। দ্বিতীয় ভারতীয় নারী লারা দত্ত।



মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন অভিনেত্রী। এছাড়া খেলাধুলোয় বিশেষত জাতীয় স্তরে বাস্কেটবল খেলেছেন তিনি।



একাধিক ভাষায় সাবলীল লারা। ইংরেজি, হিন্দি ও কন্নড় অন্যতম। ফলে একাধিক আঞ্চলিক ভাষায় তিনি অনায়াসে সিনেমা করার সুযোগ পেয়েছেন।



'ভীগি বসন্তি এন্টারটেনমেন্ট' নামক এক প্রযোজনা সংস্থায় সহ মালিকানা। এছাড়া স্কিনকেয়ার ব্র্যান্ড 'আরিয়াস বিউটি' লঞ্চ করেন ২০১৯ সালে।



সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত। দাতব্য সংস্থা ও তাদের উদ্যোগকে সমর্থন করেন। এছাড়া গরিব শিশুদের পড়াশোনা ও উন্নতির জন্যও কাজ করেন তিনি।



২০০৩ সালে 'আন্দাজ' ছবির হাত ধরে বলিউডে নায়িকা হিসেবে পা রাখেন তিনি। সঙ্গে ছিলেন প্রিয়ঙ্কা চোপড়া ও অক্ষয় কুমার।



অভিনয়ে যদিও তিনি ডেবিউ করেন ২০০২ সালে। তামিল ছবি 'আরাসতচি'তে একটি ছোট্ট চরিত্রে তাঁকে দেখা যায়।



বেশি কেউ জানেন না, তবে লারা দত্ত নাকি অর্ধেক-স্কটিশ। তাঁর বাবা হিন্দু পাঞ্জাবী পরিবারের, তবে তাঁর মা জেনিফার দত্ত, স্কটিশ খ্রিষ্টান।