সাংসদের দায়িত্ব পেয়েছিলেন গতবার, তবে আসন্ন লোকসভা ভোটে লড়াইয়ের জন্য টিকিটই পেলেন না মিমি চক্রবর্তী। কিছুদিন আগেই রাজনীতি থেকে ইস্তফা দিয়েছিলেন মিমি, তবে এবছর ভোটে লড়ার দৌড়ে তিনি নেইই। অভিনেত্রী আপাতত ব্যস্ত তাঁর ফিল্মি কেরিয়ারেই। প্রথমবার বাংলাদেশের ছবিতে অভিনয় করছেন তিনি। বাংলাদেশের নতুন ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে মিমি চক্রবর্তীকে। ছবির নাম 'তুফান'। এই ছবিতে মিমি ছাড়াও থাকবেন নাবিলা ইধিকার পরে, টলিউড থেকে মিমিকে দেখা যাবে শাকিব খানের বিপরীতে অভিনয় করতে। নতুন ছবির প্রস্তুতি নিয়েই এখন ব্যস্ত মিমি, রাজনীতি নিয়ে আপাতত তিনি মোটেই ভাবিত নন। সদ্য সোশ্যাল মিডিয়ায় মিমিকে টিকিট না পাওয়া নিয়ে কটাক্ষ করেছিলেন জনৈক এক মহিলা তাকে জবাব দিতে ভোলেননি মিমি। মনে করিয়ে দিয়েছেন নারীরাই নারীদের সবচেয়ে বেশি ছোট করে। পাশাপাশি মিমি লিখেছেন, 'আপনি হোমওয়ার্ক করে কথাটা লিখলে গুরুত্ব দেওয়া হত'