তাঁদের নাকি বিচ্ছেদ হয়ে যাচ্ছে, এই খবরে উদ্বিগ্ন ছিলেন অনেকেই। তবে অবশেষে মিলল উত্তর। ঘুরতে গিয়ে ঘনিষ্ঠ ছবি পোস্ট করলেন নয়নতারা-বিগ্নেশ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। দুই সন্তানকে নিয়ে সৌদি আরবে ঘুরতে গিয়েছেন নয়নতারা। আর সেখান থেকেই ছবি পোস্ট করলেন সদ্য সোশ্যাল মিডিয়ায় হঠাৎ বিঘ্নেশকে আনফলো করে দিয়েছিলেন নয়নতারা। এর কয়েকদিন পরেই অবশ্য স্বামীকে ফের ফলো করতে শুরু করেন নয়নতারা। বেশ কিছু অর্থপূর্ণ মনখারাপী স্টেটাসও দিয়েছিলেন নয়নতারা, তবে সেই মান-অভিমান এখন অতীত। সোশ্যাল মিডিয়ায় নয়নতারার এহেন আচরণ দেখে অনেকে মনে করেছিলেন, বোধহয় সমস্যা হয়েছে ২জনের মধ্যে। তবে এখন একে অপরের মধ্যে ডুবে নয়নতারা -বিঘ্নেশ। সন্তানদের নিয়ে সময় কাটাচ্ছেন বিদেশে। প্রিয় জুটিকে একসঙ্গে দেখে যেন শান্তি পেয়েছেন অনুরাগীরা।