অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠান বলে কথা বলিউড থেকে হলিউড, তাবড় ধনকুবেররা হাজির হয়েছিলেন জামনগরে পপ তারকা রিহানা থেকে বলিউড তারকারা, জমিয়ে দেন আসর পাশাপাশি, যুগলকে দামি উপহারেও ভরিয়ে দেন বলি-তারকারা ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল রাধিকাকে হিরের নেকলেস দিয়েছেন সিদ্ধার্ত মালহোত্র-কিয়ারা মালহোত্র দিয়েছেন সোনা-হিরেয় মোড়া লক্ষ্মী-গণেশমূর্তি শাহরুখ খান ৫ কোটি টাকাা মূল্যের মার্সিডিজ গাড়ি দিয়েছেন সলমন খান রাধিকাকে দিয়েছেন হিরের ঝোলা দুল দীপিকা পাড়ুকোন-রণবীর সিংহ ১ কোটি টাকা ঘড়ি উপহার দিয়েছেন অতিথিদের আপ্যায়নই নয় শুধু, উপহারে ভরিয়ে দেন আম্বানিরাও