ফের প্রেমে পড়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী? সিনেদুনিয়ায় অন্তত খবর তেমনই। ভারতের কনিষ্ঠ ধনকুবেরদের অন্যতম নিখিল কামাথ।

Published by: ABP Ananda

তবে এই প্রথম নয়। এর আগেও নিখিলের সঙ্গে নাম জড়িয়েছে মানুষি চিল্লরের। জানেন কি সাফল্যের শিখরে কীভাবে পৌঁছন নিখিল?

Published by: ABP Ananda

'Zerodha' নামক সংস্থার প্রতিষ্ঠাতা নিখিল একটি কলসেন্টারের চাকরি থেকে নিজেকে ২৬ কোটির সাম্রাজ্যের মালিকে পরিণত করেছেন।

Published by: ABP Ananda

১৯৮৬ সালের ৫ সেপ্টেম্বর কর্ণাটকে জন্ম তাঁর। স্কুল ছেড়ে দেন দশম শ্রেণিতে।

Published by: ABP Ananda

মাত্র ১৪ বছর বয়সে নিজের প্রথম ব্যবসা শুরু করেন নিখিল, মোবাইল ফোন বিক্রির মাধ্যমে।

Published by: ABP Ananda

এরপর ১৭ বছর বয়সে কলসেন্টারে চাকরি শুরু করেন মাসিক ৮ হাজার টাকা বেতনে। জীবনের মোড় ঘোরে স্টক মার্কেটে বিনিয়োগ শুরুর পর।

Published by: ABP Ananda

বাবার থেকে পাওয়া অল্প পরিমাণ অর্থ স্টকে বাড়তে থাকে লাফিয়ে। ম্যানেজারের সঙ্গে দু'হাতে টাকা উপার্জন করতে শুরু করেন।

Published by: ABP Ananda

সেই টাকা দিয়ে ২০১০ সালে ভাই নিতিন কামাথের সঙ্গে শুরু করেন 'জেরোধা'। সহকর্মীদের সাহায্যের মাধ্যমেই শুরু 'কামাথ অ্যাসোসিয়েটস'।

Published by: ABP Ananda

'জেরোধা' ভারতের অন্যতম প্রথম সারির স্টক ট্রেডিং প্ল্যাটফর্ম। দেশের আর্থিক অবস্থার উন্নতিতে বিপুল অবদান রয়েছে তাঁর সংস্থার।

Published by: ABP Ananda

৩৭ বছর বয়সী নিখিল তিনবার 'ফোর্বস'-এ নাম তুলেছেন। ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২৬ হাজার কোটি।

Published by: ABP Ananda