ফের প্রেমে পড়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী? সিনেদুনিয়ায় অন্তত খবর তেমনই। ভারতের কনিষ্ঠ ধনকুবেরদের অন্যতম নিখিল কামাথ।
abp live

ফের প্রেমে পড়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী? সিনেদুনিয়ায় অন্তত খবর তেমনই। ভারতের কনিষ্ঠ ধনকুবেরদের অন্যতম নিখিল কামাথ।

Published by: ABP Ananda
তবে এই প্রথম নয়। এর আগেও নিখিলের সঙ্গে নাম জড়িয়েছে মানুষি চিল্লরের। জানেন কি সাফল্যের শিখরে কীভাবে পৌঁছন নিখিল?
abp live

তবে এই প্রথম নয়। এর আগেও নিখিলের সঙ্গে নাম জড়িয়েছে মানুষি চিল্লরের। জানেন কি সাফল্যের শিখরে কীভাবে পৌঁছন নিখিল?

Published by: ABP Ananda
'Zerodha' নামক সংস্থার প্রতিষ্ঠাতা নিখিল একটি কলসেন্টারের চাকরি থেকে নিজেকে ২৬ কোটির সাম্রাজ্যের মালিকে পরিণত করেছেন।
abp live

'Zerodha' নামক সংস্থার প্রতিষ্ঠাতা নিখিল একটি কলসেন্টারের চাকরি থেকে নিজেকে ২৬ কোটির সাম্রাজ্যের মালিকে পরিণত করেছেন।

Published by: ABP Ananda
১৯৮৬ সালের ৫ সেপ্টেম্বর কর্ণাটকে জন্ম তাঁর। স্কুল ছেড়ে দেন দশম শ্রেণিতে।
abp live

১৯৮৬ সালের ৫ সেপ্টেম্বর কর্ণাটকে জন্ম তাঁর। স্কুল ছেড়ে দেন দশম শ্রেণিতে।

Published by: ABP Ananda
abp live

মাত্র ১৪ বছর বয়সে নিজের প্রথম ব্যবসা শুরু করেন নিখিল, মোবাইল ফোন বিক্রির মাধ্যমে।

Published by: ABP Ananda
abp live

এরপর ১৭ বছর বয়সে কলসেন্টারে চাকরি শুরু করেন মাসিক ৮ হাজার টাকা বেতনে। জীবনের মোড় ঘোরে স্টক মার্কেটে বিনিয়োগ শুরুর পর।

Published by: ABP Ananda
abp live

বাবার থেকে পাওয়া অল্প পরিমাণ অর্থ স্টকে বাড়তে থাকে লাফিয়ে। ম্যানেজারের সঙ্গে দু'হাতে টাকা উপার্জন করতে শুরু করেন।

Published by: ABP Ananda
abp live

সেই টাকা দিয়ে ২০১০ সালে ভাই নিতিন কামাথের সঙ্গে শুরু করেন 'জেরোধা'। সহকর্মীদের সাহায্যের মাধ্যমেই শুরু 'কামাথ অ্যাসোসিয়েটস'।

Published by: ABP Ananda
abp live

'জেরোধা' ভারতের অন্যতম প্রথম সারির স্টক ট্রেডিং প্ল্যাটফর্ম। দেশের আর্থিক অবস্থার উন্নতিতে বিপুল অবদান রয়েছে তাঁর সংস্থার।

Published by: ABP Ananda
abp live

৩৭ বছর বয়সী নিখিল তিনবার 'ফোর্বস'-এ নাম তুলেছেন। ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২৬ হাজার কোটি।

Published by: ABP Ananda