ABP Ananda


ফের একবার শিরোনামে অভিনেত্রী মৌনী আর আর কসমেটিক সার্জারি! কী হয়েছে?


ABP Ananda


সদ্য একটি অনুষ্ঠানে এসেছিলেন মৌনী রায়, আর সেখানেই তিনি যখন পোজ দেন ক্যামেরার সামনে, তখনই ধরা পড়ে অসঙ্গতিটা।


ABP Ananda


মৌনীর কপালে দুটি উঁচু শিরা দেখা যায় যা আগে ছিল না। নজর পড়েছে তাঁর ঠোঁটেও! সেখানেও বদল চোখে পড়েছে!


ABP Ananda


মৌনীর কপালে উঁচু শিরা আর ঠোঁটের বদল দেখে নেটিজেনদের মন্তব্য মৌনী বোধহয় ফের কসমেটিক সার্জারি করিয়েছেন!


ABP Ananda


এর আগেও একাধিকবার নেটিজেনরা বলেছিল, মৌনী রায় কসমেটিক সার্জারি করিয়ে চেহারায় বদল এনেছেন।


ABP Ananda


তবে নেটাগরিকরা বলছেন, এবার মৌনীর কসমেটিক সার্জারি সঠিকভাবে হয়নি। তারই ফল ওই কপালের উঁচু শিরা।


ABP Ananda


এরপরে মৌনী তাঁর হেয়ারকাটে বদল এনেছেন, সামনে ছোট করে চুল কেটে ঢেকে নিয়েছেন কপাল।


ABP Ananda


এর ফলে তাঁর কপালের অসামঞ্জস্য দেখা যাচ্ছে না বটে, তবে নেটিজেনরা ট্রোল করতে ছাড়েননি মৌনীকে।


ABP Ananda


অনেকেই সরাসরি বলেছেন, তিনি কপালের অসঙ্গতি ঢাকার জন্যই চুলে ধরণে বদল এনেছেন।


ABP Ananda


তবে মৌনী আদৌ প্লাস্টিক সার্জারি করেছেন কি না, তা নিয়ে নায়িকার অবশ্য মুখে কুলুপ।