ফের একবার শিরোনামে অভিনেত্রী মৌনী আর আর কসমেটিক সার্জারি! কী হয়েছে?



সদ্য একটি অনুষ্ঠানে এসেছিলেন মৌনী রায়, আর সেখানেই তিনি যখন পোজ দেন ক্যামেরার সামনে, তখনই ধরা পড়ে অসঙ্গতিটা।



মৌনীর কপালে দুটি উঁচু শিরা দেখা যায় যা আগে ছিল না। নজর পড়েছে তাঁর ঠোঁটেও! সেখানেও বদল চোখে পড়েছে!



মৌনীর কপালে উঁচু শিরা আর ঠোঁটের বদল দেখে নেটিজেনদের মন্তব্য মৌনী বোধহয় ফের কসমেটিক সার্জারি করিয়েছেন!



এর আগেও একাধিকবার নেটিজেনরা বলেছিল, মৌনী রায় কসমেটিক সার্জারি করিয়ে চেহারায় বদল এনেছেন।



তবে নেটাগরিকরা বলছেন, এবার মৌনীর কসমেটিক সার্জারি সঠিকভাবে হয়নি। তারই ফল ওই কপালের উঁচু শিরা।



এরপরে মৌনী তাঁর হেয়ারকাটে বদল এনেছেন, সামনে ছোট করে চুল কেটে ঢেকে নিয়েছেন কপাল।



এর ফলে তাঁর কপালের অসামঞ্জস্য দেখা যাচ্ছে না বটে, তবে নেটিজেনরা ট্রোল করতে ছাড়েননি মৌনীকে।



অনেকেই সরাসরি বলেছেন, তিনি কপালের অসঙ্গতি ঢাকার জন্যই চুলে ধরণে বদল এনেছেন।



তবে মৌনী আদৌ প্লাস্টিক সার্জারি করেছেন কি না, তা নিয়ে নায়িকার অবশ্য মুখে কুলুপ।