বলিউডি দুনিয়ায় কাস্টিং কাউচের শিকার বহু অভিনেতা-অভিনেত্রী। ছবি- পিটিআই অন্যান্যদের মত কুপ্রস্তাব পেয়েছিলেন অদিতি রাও হায়দারিও। ২০১৮ সালে এক সাক্ষাৎকারে কাস্টিং কাউচের কথা তুলে আনেন অদিতি। কাজ পাওয়ার জন্য শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব পেয়েছিলেন তিনি। প্রস্তাবে রাজি হননি অদিতি। আর এই প্রস্তাবে রাজি না হওয়ায় ফল ভুগতে হয়েছিল তাঁকে। টানা ৮ মাস কোনও কাজ পাননি অদিতি। অদিতি জানান, আপোস করে কখনও সাফল্য আসে না। প্রতিভা আর আত্মবিশ্বাসই সাফল্যের পথে নিয়ে যায়। কুপ্রস্তাবে রাজি না হয়েও সাফল্যের শীর্ষে আজ অদিতি।