বাংলা থেকে শুরু করে বিভিন্ন আঞ্চলিক ভাষা, তাদের গল্প বলার মধ্যে দিয়ে বারে বারেই উদযাপন করেছে নারীত্বকে।



আন্তর্জাতিক নারীদিবসের আগে দেখে নেওয়া যাক সদ্য মুক্তি পাওয়া সেই সমস্ত ছবিগুলি, যা সম্মান জানিয়েছেন নারীদের



এই ছবির তালিকায় রয়েছে শিল্পা শেট্টি অভিনীত 'সুখী'।



এক গৃহবধূর আত্মত্যাগ ও পরবর্তীতে তাঁর বদলে যাওয়া জীবনের গল্পকে তুলে ধরেছে এই সিনেমা।



রানি মুখোপাধ্যায় অভিনীত মর্দানি ও মর্দানি ২-তেও দেখানো হয়েছে নারীদের আদর্শ ও শক্তিকে।



মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে ছবিটিতেও একজন মায়ের ভূমিকায় দেখা গিয়েছে রানিকে। এটিও নারীকেন্দ্রিক ছবি।



সদ্য মুক্তি পাওয়া 'জানে জান' ছবিতে একজন সিঙ্গল মাদারের ভূমিকায় দেখা গিয়েছে করিনা কপূর খানকে।



এক খুনের রহস্যে জড়িয়ে পড়া ও সেখান থেকে নিজেকে ও মেয়েকে উদ্ধার করার গল্প প্রদর্শিত হয়েছে এখানে।



নারীকেন্দ্রিক ছবির তালিকায় যে সিনেমার নাম না বললেই নয়, তা হল গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি



সত্যঘটনা অবলম্বনে তৈরি এই ছবি দেখিয়েছিল শূন্য থেকে শুরু করে উত্থানের এক গল্প। মুখ্যভূমিকায় ছিলেন আলিয়া ভট্ট।