'লাগান' - ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত আমির খানের কালজয়ী সিনেমা। নস্ট্যালজিয়ায় ভাসতে পারেন নেটফ্লিক্সে। 'ইকবাল' - শ্রেয়স তলপড়ে অভিনীত এই ছবি দর্শকের খুব পছন্দের। ফের দেখতে পারেন অ্যামাজন প্রাইম। 'ঘুমর' - অভিষেক বচ্চন এই ছবিতে কোচের চরিত্রে অভিনয় করেছেন। সৈয়ামি খের অভিনীত এই ছবি আছে জি ফাইভ। 'জার্সি' - নেটফ্লিক্স ও জি ফাইভে দেখা যাবে শাহিদ কপূর ও ম্রুণাল ঠাকুর অভিনীত এই ছবি। 'সাবাশ মিঠু' - নেটফ্লিক্স ও ভুট সিলেক্টে দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত তাপসী পন্নু অভিনীত মিতালী রাজের বায়োপিক। 'এম এস ধোনি' - সুশান্ত সিংহ রাজপুত অভিনীত অন্যতম সেরা ছবি। হটস্টার ও অ্যামাজন প্রাইম ভিডিওয় দেখুন ধোনির বায়োপিক। 'আজহার' - এমরান হাশমি অভিনীত এই ছবি দেখা যাবে সোনি লিভ ও এয়ারটেল এক্সস্ট্রিমে। '৮৩' - ৮৩ সালের বিশ্বকাপ জয়ের ওপর নির্ভর করে তৈরি এই ছবিতে কপিল দেবের চরিত্রে ছিলেন রণবীর সিংহ। দেখা যাবে হটস্টার ও নেটফ্লিক্সে। 'সচিন - এ বিলিয়ন ড্রিমস' - মাস্টার ব্লাস্টারের জীবনের ওপর তৈরি তথ্যচিত্র রয়েছে সোনি লিভ ও জিও সিনেমায়। 'দ্য জোয়া ফ্যাক্টর' - দুলকর সলমন ও সোনম কপূর অভিনীত এই রোম্যান্টিক কমেডি ঘরানার ছবি দেখা যাবে নেটফ্লিক্সে।