মুক্তি পেল ক্রাইম থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ 'মিল্কশেক মার্ডার'-এর ট্রেলার। লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন সিরিজের সমস্ত কলাকুশলীরা।
ABP Ananda

মুক্তি পেল ক্রাইম থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ 'মিল্কশেক মার্ডার'-এর ট্রেলার। লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন সিরিজের সমস্ত কলাকুশলীরা।



পরিচালক রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই নিয়ে দ্বিতীয়বার কাজ করলেন অভিনেত্রী তৃণা সাহা।
ABP Ananda

পরিচালক রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই নিয়ে দ্বিতীয়বার কাজ করলেন অভিনেত্রী তৃণা সাহা।



এর আগে 'পিলকুঞ্জ'-এ একসঙ্গে কাজ করেছেন তাঁরা। সেটিও মুক্তি পেয়েছিল ক্লিকেই।
ABP Ananda

এর আগে 'পিলকুঞ্জ'-এ একসঙ্গে কাজ করেছেন তাঁরা। সেটিও মুক্তি পেয়েছিল ক্লিকেই।



এই ওয়েব সিরিজে দেখা মিলবে নীল ভট্টাচার্যের। এই প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করবেন তিনি।
ABP Ananda

এই ওয়েব সিরিজে দেখা মিলবে নীল ভট্টাচার্যের। এই প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করবেন তিনি।



ABP Ananda

তাইল্যান্ডের নানা অংশে হয়েছে এই রোমহর্ষক সিরিজের শ্যুটিং।



ABP Ananda

অভিনয়ে রয়েছেন সৌরভ দাস ও জয়ী দেব রায়ও।



ABP Ananda

এছাড়া দেখা যাবে অলোক সান্যাল, তপস্যা দাসগুপ্ত, জয়ন্ত মণ্ডল, রানা মুখোপাধ্যায়, অগ্নিভ জুন বন্দ্যোপাধ্যায়, অঙ্কিতা রায়, চয়ন দে ও সহেলী মণ্ডলকে।



ABP Ananda

সাহিত্যের জগতের আলো আঁধারি নিয়ে, বিশেষত আন্তর্জাতিক প্রকাশনা সংস্থার প্রেক্ষাপটে গড়ে উঠেছে কাহিনি।



ABP Ananda

শুরুতেই দেখা যায় একজন সুপুরুষ ব্যক্তিকে। ব্যর্থ লেখক তিনি। তাইল্যান্ডের পাটায়াতে থাকেন।



ABP Ananda

তাঁর সঙ্গে এক বিচিত্র ব্যক্তির দেখা হয়ে যায়। ভদ্রলোক বাঙালি, খানিকটা উন্মাদও বলা চলে। এরপরই সব ওলটপালট।