১৫ মার্চ, ৩১ পূর্ণ করলেন 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' অভিনেত্রী আলিয়া ভট্ট। বৃহস্পতিবার পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে ডিনার সারলেন অভিনেত্রী। শুক্রবার পাপারাৎজিদের সঙ্গেও কেক কাটতে দেখা গেল নায়িকাকে। কেক কেটে চিত্রগ্রাহকদের খাইয়েও দিলেন তিনি। রাতে ডিনার সেরে বের হতেই আলিয়া হলেন ক্যামেরাবন্দি। নীল ট্রাউজার ও ঝলমলে কর্সেট পরে দেখা গেল তাঁকে। মুম্বইয়ের তাজ মহল প্যালেসে যান তাঁরা। সঙ্গে ছিলেন স্বামী ও অভিনেতা রণবীর কপূর, মা সোনি রাজদান, বোন শাহিন ভট্ট। ডিনার পার্টিতে ছিলেন শাশুড়ি ও অভিনেত্রী নীতু কপূর। বন্ধু আকাশ আম্বানি, আনন্দ পিরামল ও ইশা আম্বানিও ছিলেন। কাজের ক্ষেত্রে আলিয়া ভট্টকে শেষ দেখা গিয়েছিল 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে। তাঁর বিপরীতে ছিলেন রণবীর সিংহ। হলিউডেও ডেবিউ করেছেন 'হাইওয়ে' অভিনেত্রী। গ্যাল গোডোর সঙ্গে তাঁকে দেখা গিয়েছে 'হার্ট অফ স্টোন' ছবিতে। এছাড়া মুক্তির অপেক্ষায় 'জিগরা'। এই ছবিতে তাঁকে বেদাঙ্গ রায়নার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে। ছবির সহ প্রযোজক তিনিই। এই সেপ্টেম্বর মাসেই মুক্তি পাবে 'জিগরা'। এই ছবির জন্য কর্ণ জোহরের 'ধর্ম প্রোডাকশন'-এর সঙ্গে হাত মিলিয়েছে তাঁর সংস্থা। আলিয়াকে দেখা যাবে ভিকি কৌশল ও রণবীর কপূরের সঙ্গে 'লভ অ্যান্ড ওয়ার' ছবিতে। পরিচালনায় সঞ্জয় লীলা বনশালী।