কপূর পরিবারের এই নায়কের জীবন বদলে দিয়েছিল 'ওয়ান নাইট স্ট্যান্ড'! কে তিনি?

Published by: ABP Ananda
Image Source: Insta/sanjaykapoor2500

পার্টিতে গিয়ে অপরিচিত কারোর সঙ্গে আলাপ এবং সেই রাতেই তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা। 'ওয়ান নাইট স্ট্যান্ড' বলতে এটাই বোঝায়।

Image Source: Insta/sanjaykapoor2500

আর এই 'ওয়ান নাইট স্ট্যান্ড'-ই সম্পূর্ণ বদলে দিয়েছিল অভিনেতা সঞ্জয় কপূরের জীবন! কী ঘটেছিল তাঁর সঙ্গে?

Image Source: Insta/sanjaykapoor2500

একটি পার্টিতে গিয়ে সঞ্জয় কপূরের আলাপ হয় মহীপের সঙ্গে। তাঁরা ঠিক করেন, 'ওয়ান নাইট স্ট্যান্ড' করবেন।

Image Source: Insta/sanjaykapoor2500

সেই পার্টির আগে মহীপকে চিনতেন ও না সঞ্জয়। পার্টিতেই আলাপ হয় দুজনের।

Image Source: Insta/sanjaykapoor2500

মহীপ ও সঞ্জয় দুজনেই জানিয়েছিলেন, তাঁরা মদের ঘোরে মিলিত হন, তখন তাঁদের ঠিক ভুল কিছু বিচার করার পরিস্থিতি ছিল না

Image Source: Insta/sanjaykapoor2500

মহীপ বলেছিলেন, তিনি কোনোদিনও ভাবতে পারেননি, এই সম্পর্ক একটা রাতের থেকে বেশি আর এগোবে! কিন্তু তাই হল

Image Source: Insta/sanjaykapoor2500

ওই রাতের পরে ভাল বন্ধুত্ব হয়ে যায় সঞ্জয় আর মহীপের মধ্যে। সেই বন্ধুত্ব গড়ায় প্রেমে

Image Source: Insta/sanjaykapoor2500

বেশ কয়েক বছর প্রেম করার পরে বিবাহ বন্ধবে আবদ্ধ হন সঞ্জয় ও মহীপ।

Image Source: Insta/sanjaykapoor2500

৩০ বছর ধরে সুখী দাম্পত্যে রয়েছেন তাঁরা। বলিউডের অন্যতম কাপল গোল সঞ্জয় আর মহীপ।

Image Source: Insta/sanjaykapoor2500