পর্দায় 'নিম ফুলের মধু'-র পর্ণার ভূমিকায় অভিনয় করছেন পল্লবী শর্মা। একসময়ে 'কে আপন কে পর' ধারাবাহিকে জবার ভূমিকায় দেখা যেত পল্লবী শর্মাকে। পর্দায় ধারাবাহিকে বিভিন্ন পরিস্থিতির সঙ্গে লড়াই করেন তিনি, কিন্তু কম ছিল না তাঁর বাস্তবের লড়াইটাও। মাত্র ক্লাস থ্রি-তে মাকে হারান পল্লবী। তারপরে বেড়ে ওঠা পিসির কাছেই। পল্লবীর বাবা মারা যান তাঁর আইসিএসই পরীক্ষার সময়। পরীক্ষার প্রথম দিনই মৃত্যু হয়েছিল পল্লবীর বাবার। বাবার মৃতদেহ বাড়িতে রেখেই পরীক্ষা দিতে গিয়েছিলেন পল্লবী, ফিরে এসে সেরেছিলেন দাহকার্য। অভিনয়ের সুযোগ এসেছিল অল্পবয়সেই, কিন্তু তার পাশাপাশি পড়াশোনাও শেষ করেছিলেন পল্লবী। 'কে আপন কে পর' ধারাবাহিক পল্লবীকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছিল। কলকাতায় একটি ফ্ল্যাট কিনে চলে আসেন পল্লবী, একাই থাকেন তারপর থেকে। পল্লবী বর্তমানে নিম ফুলের মধু ধারাবাহিকের মুখ্যভূমিকায় অভিনয় করছেন, 'পর্ণা'-র নামে।