আনন্দ পণ্ডিতের বিয়ে উপলক্ষ্যে চাঁদের হাট। হাজির হলেন বলিউডের বহু অভিনেতা-অভিনেত্রীরা। এদিন লাল শাড়িতে পার্টিতে আসেন তাপসী পান্নু। বিয়ের পরে এই প্রথম প্রকাশ্যে এলেন তিনি। এদিন লাল শাড়ি পরেছিলেন তাপসী, মাঝে সিঁথি করে বেঁধেছিলেন মাথার চুল। তাপসীকে দেখেই পাপারাৎজিরা প্রশ্ন করেন, স্বামী কোথায়? তার অবশ্য উত্তর দেননি তাপসী। দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিয়াসের সঙ্গে জয়পুরে বিয়ে সেরেছেন তাপসী পান্নু। তবে এদিন তাপসীর সঙ্গে আসেননি ম্যাথিয়াস, তাঁকে নিয়ে মুখও খুললেন না তাপসী। এর আগে একটি সাক্ষাৎকারে তাপসী বলেছিলেন, এখন তিনি বেছে বেছে ছবির কাজ করতে চান। ছবি হাতে নেওয়ার আগে তাপসী দেখেন বর্তমান সময়ের জন্য তা আদৌ যুক্তিযুক্ত কি না এদিনের পার্টিতে হাজির ছিলেন শাহরুখ খান থেকে শুরু করে অভিষেক বচ্চনও। কালো কোটে এসেছিলেন সুনীল শেট্টিও।