ঈদে বাদশাহী দর্শন, অনুরাগীদের চমকে দিতে মন্নতের ব্যালকনিতে হাজির শাহরুখ খান কেবল শাহরুখ নয়, বাবার মতোই সাদা পোশাকে ব্যালকনিতে দেখা গেল আব্রামকেও। খুশির ঈদে শাহরুখকে এক ঝলক দেখার জন্যই অসংখ্য অনুরাগীদের ভিড় জমেছিল মন্নতের সামনে। সাদা পোশাক পরেছিলেন আব্রাম ও শাহরুখ দুজনেই। হাত নাড়েন অনুরাগীদের দিকে। শুধু তাই নয়, ফ্যানেদের অনুরোধে, মন্নতের ব্যালকনিতে দাঁড়িয়ে সেই আইকনিক পোজ়ও করেন শাহরুখ সোশ্যাল মিডিয়ায় শাহরুখ নিজেও শেয়ার করে নিয়েছেন ঈদের এই ভিডিও। অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন, মন্নতের সামনে হাজির হয়ে তাঁর ঈদকে আরও একটু বিশেষ করে তোলার জন্য বছরের পর বছর, বিশেষ কিছু কিছু দিনে মন্নতের ব্যালকনি থেকে শাহরুখের অনুরাগীদের দেখা দেওয়া যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে লম্বা চুলে কাঁধ ছুঁয়েছে 'বাদশা'-র, তাঁর কাছে বয়স যেন সংখ্যামাত্র। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঈদে শাহরুখের এই ছবিগুলি।