ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান, স্টেজ-থ্রিতে রয়েছে তাঁর ক্যানসার।



সোশ্যাল মিডিয়ায় আজ নিজেই এই কঠিন সত্যির কথা শেয়ার করে নিয়েছেন হিনা খান।



আপনি কীভাবে সতর্ক থাকবেন এই রোগ থেকে? কীভাবেই বা নজর রাখবেন?



স্তন ক্যানসার বেশিরভাগ সময়ে মেয়েদের হলেও, পুরুষদের মধ্যেও হতে পারে স্তন ক্যানসার।



মহিলা এবং পুরুষ, উভয়েরই নিয়মিতভাবে সেলফ টেস্ট করা উচিত স্তনের।



সাধারণত একটি স্তনকে উপর-নিচ, দুই পাশ বা সামনে থেকে চাপ দিলে এই শক্ত দলাটি অনুভব করা যায়।



নিজে পরীক্ষা করুন স্তনের মধ্যে কোনও শক্ত দলা অনুভব করছেন কিনা। পরামর্শ নিতে পারেন চিকিৎসকেরও।



৪০ বছরের ওপরে বছরে বা ছয় মাসে একবার করাতে পারেন ম্যামোগ্রাম টেস্ট



তবে বর্তমানে কেবল বেশি বয়স নয়, ৪০ বছর বয়সের আগেই নিয়মিত ম্যামোগ্রাম টেস্ট করাতে পারেন।



স্তন ক্যানসার বিপজ্জনক কারণ এই ক্যানসারের অঙ্কোজিন মারাত্মক।


Thanks for Reading. UP NEXT

মায়ের শাড়ি কেটে সিনেমার কস্টিউম তৈরি করেছিলেন রুক্মিণী!

View next story