সত্যি কি মা হতে চলেছেন ক্যাটরিনা কইফ? খোলসা করলেন ভিকি কৌশল। সামনেই মুক্তি পাচ্ছে ভিকি কৌশলের নতুন সিনেমা 'ব্যাড নিউজ' আর এই ছবির প্রচারে এসে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা নিয়ে মুখ খুললেন ভিকি কৌশল। ভিকি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, 'সুখবর এলে লুকোব কেন' তারপরে ভিকি মজা করে বলেন, ক্যাটরিনা অন্তঃসত্ত্বা হলে তিনি ভাল বাবা হওয়ার জন্য বরুণের থেকে টিপস নেবেন। সদ্য বাবা হয়েছেন বরুণ ধবন, সেই কারণেই এই ইঙ্গিত করেছেন ভিকি কৌশল। সদ্য একাধিকবার ক্যাটরিনাকে বিমানবন্দরে দেখা গিয়েছিল ঢিলে পোশাক পরতে। এতেই অনেকে মনে করেছিলেন বেবি বাম্প লুকনোর জন্যই ঢিলে পোশাক পরেছেন ক্যাটরিনা। তবে ভিকি মজা করে কথা বললেও, মুখ খোলেননি ক্যাটরিনা। তৃপ্তি দিমরির সঙ্গে আসছে ভিকি কৌশলের নতুন ছবি ব্যাড নিউজ়