আলিয়া ভট্টের স্বভাব সম্পর্কে অবাক করা এই তথ্যগুলো আপনি জানেন কী? নজর রাখা যাক।



অনলাইন শপিং পছন্দ আলিয়া ভট্টের। দোকানে গিয়ে জিনিস কেনাকাটি করতে তিনি নাকি একেবারেই স্বচ্ছন্দ্য নন।



আলিয়া ভট্ট নাকি চোখ মারতে পারেন না।



আলিয়া ভট্ট রাতে বেশি জাগতে পারেন না, বরং তিনি ওঠেন অনেকটা সকালে।



খুব রাগ বা মন খারাপ হলে আলিয়া ভট্ট 'ফ্রেন্ডস' দেখেন।



কান ও নখ পরিষ্কার করা নিয়ে আলিয়ার ভীষণ খুঁতখুঁতুনি রয়েছে।



আলিয়া লিপস্টিক পরেন খুব অদ্ভুতভাবে। তিনি লিপস্টিের মধ্যে ঠোঁট দিয়ে লিপস্টিক পরেন।



যে কোনও একটা খাবার বেছে নিতে বলা হলে আলিয়া বাছবেন পোহা বা ছাঁস



ঘুমনোর সময় বই পড়তে পছন্দ করেন আলিয়া।



আলিয়া ভট্টের প্রিয় স্ন্যাক্স মাখানা