হিসেব বলছে ৪৫ পূর্ণ করে ৪৬ বছরে পা দেবেন তিনি

কিন্তু একঝলক তাকিয়ে বোঝার উপায় নেই একেবারেই

রানি মুখোপাধ্যায় আজও বলিউডের রাজ-রানিই, আক্ষরিক অর্থেই

বিবাহসূত্রে যশরাজ ফিল্মসের কর্ত্রী হয়ে উঠেছেন রানি

তিনি সই না করলে পারিশ্রমিক পান না তাবড় তারকারা

২১ মার্চ ৪৬ বছরে পা দেবেন রানি

একদিন আগে থেকেই শুরু হল জন্মদিনের উদযাপন

মায়ানগরীতে পাপারাৎসিজের সঙ্গে কেক কাটলেন রানি

সাদা পোশাক, গলাজোড়া মুক্তোর হার, রাজকীয় বেশেই হাজির হন রানি

তবে স্বামী আদিত্য চোপড়া বা মেয়ে আদিরাকে এদিন দেখা যায়নি রানির সঙ্গে