এবার তাঁর পোশাকে ঠাঁই পেল গোটা সৌরজগৎ। ফের ভাইরাল উরফি জাভেদ। পোশাকের বাহার ও বহরে, বরাবরই মানুষের মাথা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন উরফি। এদিন ইনস্টাগ্রামে পোস্ট করে নিজের সাম্প্রতিক পোশাকের ভিডিও দেখালেন তিনি। কালো রঙের একটি ড্রেস পরেন উরফি। ক্যাপশনে লেখেন, 'গোটা জগতের কেন্দ্র'। ড্রেসের নিচের অংশে ফোলা ক্রিনোলিন দেখা গেছে যার অন্দরে সৌরজগৎ। সেই মডেলে ঘুরিয়ে ফিরিয়ে জ্বলছে হলুদ ও নীল আলো। শুধু তাই নয়, পোশাকের মধ্যে থাকা গ্রহগুলিকেও ঘুরতে দেখা যায়। এই পোশাকটি মূলত অন্ধকারে উজ্জ্বল হয়ে ওঠার মতো করে তৈরি। এই পোশাকের ডিজাইন করেছেন গুরমীত কৌর ও সৌরভসিং রাওয়াত। উরফিকে দেখা যাবে অ্যামাজন প্রাইমের 'ফলো করলো ইয়ার' সিরিজে। সেই ঘোষণা অনুষ্ঠানেই ছিল তাঁর এই সাজ।