বলিউডে 'কাস্টিং কাউচ'-এর কথা অনেকেরই জানা। সেই নিয়ে অনেক তারকাই সরব হয়েছেন, মুখ খুলেছেন। রণবীর সিংহও ব্যতিক্রম নন।



২০১৫ সালে তাঁর 'কাস্টিং কাউচ' অভিজ্ঞতা শেয়ার করেন অভিনেতা। জানান যে এক পরিচালক তাঁকে অন্ধেরিতে নিজের বাড়িতে ডেকে পাঠান রাত ৮টা নাগাদ।



রণবীরের কথায় সেই পরিচালক 'অত্যন্ত অলস ভদ্রলোক' যিনি তাঁর পোর্টফোলিওতে চোখ বোলানোরও চেষ্টা করেননি।



রণবীর সিংহের কথায়, 'আমি সহকারি পরিচালক হিসেবে কাজ করেছি এবং আমি জানতাম ৫০০ পাতার পোর্টফোলিও কেউ দেখে না।'



'আমার পোর্টফোলিও খুব আকর্ষণীয় ছিল এবং মানুষ অন্তত একবার তাতে চোখ বোলানোর আগ্রহ দেখাতেন।'



রণবীরের কথায় বলিউডে প্রবেশের জন্য ওই পরিচালক তাঁকে খোলাখুলি 'ছুঁয়ে দেখতে' চেয়েছিলেন তিনি কতটা 'ধোপদুরস্ত ও আকর্ষণীয়'।



পরিচালকের ইঙ্গিত তিনি একবারেই বোঝেন এবং তাঁর প্রস্তাব সপাট নাকচ করে দেন বলে জানান 'বাজিরাও মস্তানি' অভিনেতা।



এখানেই শেষ নয়। অভিনেতার কাছে অন্তত একবার তাঁর শরীরের বিশেষ অঙ্গ দেখার বা ছোঁয়ার অনুমতি চাওয়া হয়।



ইঙ্গিত বুঝে 'না' বলেন রণবীর। এরপর পরিচালক নাকি প্রত্যাখ্যাত প্রেমিকের মতো আচরণ করেন বলে দাবি অভিনেতার।



পরে অন্যান্য উঠতি অভিনেতাদের সঙ্গে কথা বলে রণবীর জানতে পারেন, ওই পরিচালকের সঙ্গে সকলেরই প্রায় একই অভিজ্ঞতা।