আজই মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'পুষ্পা ২'। ছবিতে আকাশছোঁয়া পারিশ্রমিক পেয়েছেন রশ্মিকা মন্দানা।



তবে অনেকেই জানেন না, বর্তমানে টাকার গদিতে বসে থাকা রশ্মিকার জীবন একসময়ে কেটেছে চরম অর্থকষ্টে!



অর্থকষ্টের কারণে অনেক সময়েই বাড়ি ভাড়া দিতে পারতেন না রশ্মিকার বাবা-মা।



ছোটবেলায় কখনোই খেলার জন্য দামি খেলনা পাননি রশ্মিকা, কারণ সামর্থ্য ছিল না বাবা মায়ের।



কুর্গ পাবলিক স্কুল থেকে পড়াশোনা করেছেন রশ্মিকা, তবে বাড়িতে নয়, বোর্ডিংয়ে থাকতেন তিনি।



কম কথা বলতেন বলে, এই সময়ে অনেকেই নাকি ভীষণ ভুল বুঝত রশ্মিকাকে।



রশ্মিকার জীবনে তাঁর মায়ের প্রভাব অনেকটা। রশ্মিকা সবসময়েই বলেন তাঁর জীবনের অন্যতম বড় শক্তি মা।



ফিজিওলজিতে ব্যাচেলর ডিগ্রি শেষ করেন রশ্মিকা। পড়েছে সাংবাদিকতা ও ইংরাজি সাহিত্যও।



মডেলিং-এর হাত ধরেই শুরু হয় তাঁর কেরিয়ার। এরপরে তিনি ছবি করার অফার পান।



একটি বিজ্ঞাপনে তাঁকে প্রথম দেখার পরে তাঁর কাছে ছবির অফার এসেছিল।