অনিল কপূরের সন্তান, সেই কারণে তিনি খ্যাতি পেয়েছিলেন জন্ম থেকেই। তবে সহজ ছিল না যাত্রাপথ।



সোনম কপূর স্টারকিড হলেও বলিউডে নিজের পা জমানোটা তাঁর জন্য সহজ ছিল না মোটেই।



ছোট থেকেই ওভার ওয়েট সোনম কপূর, তাঁর ওজন ছিল ৮৫ কেজি। অনেক কষ্টে তিনি ওজন ঝরিয়েছেন।



স্টারকিড হিসেবে বড় হলেও, সোনমের বাবা মা চেয়েছিলেন সোনম নিজের খরচ নিজেই চালাক।



কলেজে পড়াকালীন সোনম ওয়েট্রেস হিসেবে কাজ করতেন নিজের হাতখরচের জন্য।



সোনম তাঁর সখের গয়না আর পোশাক সমস্ত কিছু কিনতেন নিজের টাকা দিয়েই।



কেরিয়ারের একেবারে শুরুর দিকে অভিনয় করার কথা ভাবেননি সোনম কপূর।



একজন সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেছিলেন সোনম কপূর



সোনম কপূর খেতে ভীষণ ভালবাসেন, এটাও ছিল তাঁর ওজন বাড়ার অন্যতম কারণ



সোনম তাঁর প্রথম ছবিতে অভিনয় করার জন্য ৩০ কিলো ওজন ঝরিয়েছিলেন