'ব্রহ্মাস্ত্র' ছবির ডিজনি ভার্সনে আলিয়া ভট্টের গলায় কথা বলেছিলেন এই তরুণী! জানতেন?



শুধু আলিয়া ভট্ট নয়, জাহ্নবী কপূরের গুঞ্জন সাক্সেনা ছবিতেও নায়িকার জায়গায় শোনা গিয়েছিল এই তরুণীরই গলা।



এমনকি 'অ্যানিমাল' ছবির ইংরাজি ভার্সনে তৃপ্তি দিমরি-র জায়গায় এই তরুণীর গলা শোনা গিয়েছিল।



তাবড় তাবড় নায়িকাদের গলায় ডাব করেছেন যিনি, তিনি নিজেই কখনও বড়পর্দায় মুখ দেখানোর সুযোগ পাননি!



তবে ছোটপর্দায় জমিয়ে অভিনয় করছেন তিনি। এই অভিনেত্রীর আসল নাম সমৃদ্ধি শুক্লা।



'ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়' ধারাবাহিকে অভিনয় করে নজর কেড়েছিলেন সমৃদ্ধি।



সমৃদ্ধি আসলে একজন ভয়েজ আর্টিস্ট, সেখান থেকেই তাঁর অভিনয়ে আসা।



সমৃদ্ধি জনপ্রিয় কার্টুন ডোরেমন-এর জন্যও গলা দিয়েছেন।



আপাতত ছোটপর্দায় আভিরার চরিত্রে দেখা যাচ্ছে সমৃদ্ধিকে।



তবে বড়পর্দায় এখনও কাজ করার সুযোগ পাননি সমৃদ্ধি