বয়স যেন ছুঁতেই পারে না তাঁর ত্বককে, তিনি করিনা কপূর খান। ঠিক কোন পদ্ধতিতে নিজের ত্বকের যত্ন নেন করিনা? দেখে নেওয়া যাক। করিনা কপূর নিজের ত্বককে চনমনে করতে ব্যবহার করেন বিশেষ একটি ফেস মাস্ক। একটা ন্যাপকিন ঠাণ্ডা জলে ভিজিয়ে নিজের মুখের ওফর বিছিয়ে নেন করিনা, এটাই মাস্ক। ঠাণ্ডা জলে ভেজানো ন্যাপকিন দিয়ে মুখ ঢেকে রাখলে অনেকটা ফ্রেশ লাগে। করিনার ক্ষেত্রেও তাই। এরপরে মুখে বরফ ম্যাসাজ করেন করিনা, এতে ত্বক উজ্জ্বল হয়। কমে যায় ইনফেকশনের সম্ভাবনাও। করিনা ত্বক ঝলমলে রাখতে এরপরে ফেস ম্যাসাজ করেন, এতে রক্ত চলাচল ভাল হয়। ম্যাসাজ ত্বকের রিঙ্কলস কমায়, বয়সের ছাপ দূর করে ত্বক করে তোলে ঝলমলে। নিয়ম করে ত্বকে যে কোনও ভাল ময়শ্চরাইজ়ার ব্যবহার করেন করিনা কপূর। ঠোঁটকে আর্দ্র রাখার জন্য লিপবাম ব্যবহার করেন করিনা কপূর খান।