সমস্ত জল্পনার অবসান হল অবশেষে। সাতপাকা বাঁধা পড়লেন সামান্থা রুথ প্রভু এবং রাজ নিদিমরু।

Published by: ABP Ananda
Image Source: Instagram

একেবারেই ব্যক্তিগত পরিসরে সাধারণ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছেন দুই তারকা। নজর কেড়েছে সামান্থার হাতের অভিনব ডিজাইনের আংটি।

Published by: ABP Ananda
Image Source: Instagram

ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করেছেন সামান্থা নিজেই। শুভেচ্ছা বার্তায় ভেসে গিয়েছে কমেন্ট বক্স। বন্যা বইছে লাইকের।

Published by: ABP Ananda
Image Source: Instagram

লাল শাড়িতে সেজেছেন সামান্থা। মাথায় ফুল। সাবেক গয়না। সাদা কুর্তা-পাজামা আর ক্রিম-বেজ শেডের ওয়েস্ট কোট পরেছেন রাজ।

Published by: ABP Ananda
Image Source: Instagram

মালাবদল থেকে আংটি বদল, ঈশ্বরের আশীর্বাদ নেওয়া - একেবারে সাবেকি ভাবেই বিয়ে করেছেন সামান্থা এবং রাজ।

Published by: ABP Ananda
Image Source: Instagram

সামান্থা বরাবরই স্নিগ্ধ সাজেন। তাঁর সবটুকু জুড়ে রয়েছে এক অদ্ভুত মুগ্ধতা। সেই স্নিগ্ধ রূপেই বিয়ের সাজেও দেখা গিয়েছে অভিনেত্রীকে।

Published by: ABP Ananda
Image Source: Instagram

নাগা চৈতন্যের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর যথেষ্ট ঝড় এসেছে সামান্থার জীবনে। সইতে হয়েছে সোশ্যাল মিডিয়ার ট্রোলিং।

Published by: ABP Ananda
Image Source: Instagram

নাগা চৈতন্য আগেই দ্বিতীয় বিয়ে সেরেছেন। এবার অতীত ভুলে সোনালি ভবিষ্যতের পথে পা বাড়ালেন সামান্থা রুথ প্রভুও।

Published by: ABP Ananda
Image Source: Instagram

অনেকদিন ধরেই চর্চায় ছিল সামান্থা এবং রাজের সম্পর্ক। রাজের পরিচালনায় একাধিক ওয়েব সিরিজে ইতিমধ্যেই কাজও করেছেন সামান্থা।

Published by: ABP Ananda
Image Source: Instagram

সোশ্যাল মিডিয়ায় এতদিন সেভাবে সামান্থা এবং রাজকে দেখা না গেলেও, এবার বিয়ের ছবি শেয়ার করে অভিনেত্রী নিজেই শীলমোহর দিলেন তাঁদের সম্পর্কে।

Published by: ABP Ananda
Image Source: Instagram