বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হয়ে গিয়েছিল কিন্তু সলমনকে তিনি হাতেনাতে ধরেছিলেন সোমি আলির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছিল অভিনেতার ফলে সঙ্গীতা বিজলানির সঙ্গে বিয়ে আর এগোয়নি তার পরও সলমনের সঙ্গে এত ভাল সম্পর্ক কী করে? সঙ্গীতা জানালেন, মনের সংযোগ সহজে ছেঁড়ে না জীবনে কিছুই স্থায়ী হয় না, বন্ধুও নয় কিন্তু কারও প্রতি রাগ, ক্ষোভ পুষে রাখা উচিত নয় বিবর্তনই আসল সত্য, সময় পরিণত করে মানুষকে একেবারে অকপট সঙ্গীতা বিজলানি