বয়স হলে কৃষিকাজে ফেরার ইচ্ছে ছিল তারকা স্বামীর আমবাগান করার ইচ্ছে ছিল ইরফান খানের কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি তারকা-অভিনেতার খোলসা করলেন স্ত্রী সুতপা শিকদার স্ত্রী ও সন্তানদের জন্য কত সম্পত্তি রেখে গিয়েছেন ইরফান? মোট ৩২১ কোটির সম্পত্তি রেখে গিয়েছেন ইরফান মুম্বই-মাড আইল্যান্ডে বাংলো, বিলাসবহুল গাড়িও রেখে গিয়েছেন পরিবারকে আর্থিক সমস্যায় পড়তে হয়নি মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হন ইরফান স্ত্রী, সন্তানরা আজও তাঁর স্মৃতি নিয়েই বেঁচে রয়েছেন আজ জন্মদিন প্রয়াত ইরফান খানের