চোখের জন্য বিদেশে পাড়ি কিং খানের। এক ঝলকে দেখা যাক শাহরুখের স্বাস্থ্য এর আগে কতবার অনুরাগীদের চিন্তায় ফেলেছে। চোখের চিকিৎসার জন্য আজই আমেরিকা গিয়েছেন শাহরুখ খান। সূত্রের খবর মুম্বই হাসপাতালে ছানির অস্ত্রোপচারের পরই বিদেশ যাওয়ার সিদ্ধান্ত। চলতি বছরের মে মাসে আমদাবাদে কেকেআরের ম্যাচ শেষে হিটস্ট্রোকে আক্রান্ত হন অভিনেতা। ভর্তি করা হয় হাসপাতালে। পরদিন ছাড়া পেয়ে ফেরেন মুম্বই। শাহরুখ খানের পাঁজরের তিনটি হাড়ে চিড় রয়েছে। বাম গোড়ালিতেও চিড় ধরে তাঁর। 'ডর' ছবির শ্যুটিংয়ে ঘটে অঘটন। 'রা ওয়ান' ও 'চেন্নাই এক্সপ্রেস' ছবির শ্যুটিংয়ের সময় অভিনেতা গুরুতর চোট পান কাঁধে। এর জন্যও তাঁর সার্জারি হয়। 'কোয়েলা'র সেটে অভিনেতার হাঁটুতে চোট লাগে। 'রইজ' ছবির শ্যুটিংয়ের সময় তার জন্য অস্ত্রোপচারও হয় কিং খানের। এখানেই শেষ নয়। পিঠেও চোট পেয়েছেন অভিনেতা। জনপ্রিয় 'ইশক কমিনা' গানের শ্যুটিংয়ের সময় চোট পান, পরবর্তীতে লন্ডনে সার্জারি করান। ১৯৯৩ সালে ডান পায়ের আঙুলে চোট পান তিনি। 'মাই নেম ইজ খান' ছবির শ্যুটিং চলাকালীন তার জন্য সার্জারি করান। 'হ্যাপি নিউ ইয়ার' ছবির জন্য নাচের শ্যুটিং করতে গিয়ে মাইনর হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। 'ফ্যান' ছবির অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে পায়ে চোট পান। কিন্তু শিডিউলের কারণে ব়্যাপ হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যান।