তাঁর লম্বা জীবনে কতই না রহস্য় রয়েছে, রয়েছে কত অভিজ্ঞতা। তিনি অমিতাভ বচ্চন।
সদ্য কেবিসি-র মঞ্চে জানা গেল, হাতে নাকি পালস পাওয়া যায় না অমিতাভের
আসলে ১৯৮২ সালে 'কুলি' ছবির শ্যুটিং করতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুুখীন হন অমিতাভ বচ্চন।
চিকিৎসকেরা মনে করেছিলেন, অমিতাভ মারাই গিয়েছেন, কারণ তাঁর পালস পাওয়া যাচ্ছিল না।
সেই পরিস্থিতি থেকেই সুস্থ হয়ে ফেরেন অমিতাভ আর তারপরে কত ছবিই না রয়েছে।
তবে সেই চিকিৎসার সময়ে বারে বারে কেটে দেখা হত অমিতাভের হাতের শিরা।
আর তার ফলেই বর্তমানে অমিতাভের হাতে আর পালসের স্পন্দন পাওয়া যায় না।
এখন অমিতাভের পালস পাওয়া যায় কেবলমাত্র গলায় ও হাতের বাজুতে
অমিতাভের এই অদ্ভূত বিষয় দেখে অবাক মঞ্চে উপস্থিত চিকিৎসক।