বিয়ের পরে এই প্রথম, কাজে ফিরলেন সোনাক্ষী সিংহ। ব়্যাম্পে হাঁটলেন সোনাক্ষী।
একটি হালকা গোলাপি ঝকঝকে অফ শোলডার স্লিট গাউন পরেছিলেন সোনাক্ষী
খোলা চুল আর হাই হিলে সোনাক্ষী যেন অপরূপা, চোখ ফেরানোই দায়।
সোনাক্ষীর কথায়, তাঁর মা নাকি বিয়ের পরে প্রথম বুঝতে পারেন, সোনাক্ষীর ঠিকানা বদল হচ্ছে।
তখনই নাকি সোনাক্ষীর মা কান্নাকাটি শুরু করে দেন, তাঁকে সামলান সোনাক্ষীই।
তবে সোনাক্ষীরও নাকি বিয়ের পরে খুব মনখারাপ করেছিল বাড়ির জন্য
বিয়ের পরে প্রথম রবিবার সোনাক্ষীর খুব মনে পড়েছিল বাড়ির সিন্ধি কারীর কথা
তবে সোনাক্ষী এখন মানিয়ে নিয়েছেন পরিস্থিতি, দুই বাড়িতেই আসা যাওয়া করেন তিনি।
সদ্য জাহির ইকবালের সঙ্গেও ছুটি কাটিয়ে এসেছেন সোনাক্ষী
আর আজ প্রথম, বিয়ের পরে ব়্যাম্পে হাঁটলেন সোনাক্ষী।