বিয়ের সময় বহুমূল্য পোশাক নয়, একটি মায়ের শাড়ি আর একটু পুরনো শাড়ি পরেছিলেন সোনাক্ষী।
কিন্তু কেন বলিউডের ট্রেন্ড এড়িয়ে পুরনো পোশাক পরেছিলেন সোনাক্ষী সিংহ?
এই নিয়ে সোনাক্ষী বলেছিলেন, 'তিনি বিয়ের সময়ে নিজেকে ভারি পোশাক দিয়ে জড়োসড়ো করতে ফেলতে চাইনি'
সোনাক্ষী চেয়েছিলেন, নিজের বিয়েতে জমিয়ে মজা করতে। আর সেই কারণেই এই সাধারণ পোশাক
সোনাক্ষীর কথায়, 'আমার আর জাহিরের ঠিক ৫ মিনিট সময় লেগেছিল, বিয়ের সময়ে কী পড়ব সেটা বাছতে'
সোনাক্ষী বলেছিলেন, 'বিয়েতে আমি যে লাল শাড়ি পরব, সেটা আমি অনেক আগে থেকেই ঠিক করে নিয়েছিলাম।'
সোনাক্ষী আরও বলেন, 'বিয়ের সকালে আমি মায়ের শাড়ি আর গয়না পরব সেই বিষয়ে আমি নিশ্চিত ছিলাম।'
সোনাক্ষী বলেছিলেন, 'পোশাকের থেকে তাঁদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল বিয়ের আনন্দ'
বিয়ের পরে কাজে ফিরেছেন সোনাক্ষী, সদ্যই ব়্যাম্পে হেঁটেছেন তিনি।
বিয়ের পরে সোনাক্ষী জাহিরের সঙ্গে ঘুরেও এসেছেন মধুচন্দ্রিমায়।