মুম্বইয়ের একটি অনুষ্ঠানে সাদা-কালো পোশাকে নজর কাড়লেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কপূর। একটি চেক প্রিন্টের পোশাক পরেছিলেন তিনি। নিজের অভিনীত পছন্দের চরিত্রের অনুকরণে, শ্রীদেবী তাঁর প্রথম সন্তানের নাম রেখেছিলেন জাহ্নবী মায়ের মতোই নায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন জাহ্নবী, তবে মায়ের ইচ্ছা ছিল অন্য! নায়িকা নয়, মা শ্রীদেবী চাইতেন, চিকিৎসক হোক জাহ্নবী। তবে সেই পেশায় মন ছিল না জাহ্নবীর। অভিনয়ের পাশাপাশি, নাচ করতে ভীষণ ভালবাসেন জাহ্নবী প্রথম ছবি 'ধড়ক'-এর সময়েই, কত্থক শিখতে হয়েছিল জাহ্নবীকে। প্রথম সহ-অভিনেতা ঈশান খট্টর জানিয়েছিলেন, জাহ্নবী কবিতাও লিখতে পারেন প্রথম ছবি 'ধড়ক'-এর চিত্রনাট্য অনুযায়ী কবিতা লিখতে জাহ্নবী। এই বিষয়ে মিল ছিল তাঁর ব্যক্তিগত চরিত্রের সঙ্গে। জাহ্নবী কপূরের একটি প্রিয় গোলাপি বোতল রয়েছে, কেবলমাত্র তাতেই নাকি জল খান তিনি! শুধু তাই নয়, প্রিয় এই বোতলের একটি নামও রেখেছেন তিনি। 'চুসকি'।