নিজের বিয়েকে গোপনেই রেখেছিলেন তাপসী পান্নু। এই প্রথম তা নিয়ে মুখ খুললেন তিনি। বিয়েতে লেহঙ্গা-ট্রেন্ডে গা না ভাসিয়ে, ভারি কাজের সালোয়ার কামিজ় পরেছিলেন তাপসী পান্নু। দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিয়াস বো-এর সঙ্গে জয়পুরে বিয়ে সেরেছেন তাপসী তাপসীর মতে, নিজেকে তিনি লেহঙ্গায় বধূবেশে কল্পনা করতেই পারেননি। তাতে অসুবিধা হবে নাচে! তাপসী ঠিক করেছিলেন, নিজের বিয়েতে নাচতেই হবে। আর তাই, লেহঙ্গা ছেড়ে সালোয়ার কামিজ়। এখানেই শেষ নয়, গোপনীয়তা বজায় রাখতে কোনও নামি পোশাকশিল্পীকে দিয়ে বিয়ের পোশাক বানাননি তাপসী। তাপসীর এক বন্ধুই বানিয়েছিলেন তাঁর বিয়ের সেই সালোয়ার-কামিজ়। সেটাই ভীষণ মনে ধরেছিল তাপসীর। সংবাদমাধ্যমের চোখের আড়ালে, খুব ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারকে নিয়ে বিয়ে করেছেন তাপসী। বিয়ের পরেও সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি পোস্ট করেননি তাপসী। বিয়ে তাঁর কাছে খুবই ব্যক্তিগত তবে তাপসীর কথায় স্পষ্ট, নিজের বিয়েকে ভীষণভাবেই উপভোগ করছেন তিনি।