আয়ুষ্মান খুরানার স্ত্রী তিনি, এই পরিচয়ের বাইরেও নিজের পরিচয় তৈরি করেছেন তাহিরা কশ্যপ।



তাহিরা নিজে ছবি পরিচালনা করেছেন, বলিউডের সঙ্গে তাহিরার সম্পর্ক নিবিড়।



সদ্য একটি সাক্ষাৎকারে তাহিরা বলেন, তাঁকে নাকি পরিচিত হতে হয় কেবলমাত্র আয়ুষ্মান খুরানার স্ত্রী হিসেবে



তাহিরার কথায়, 'আমি কেবল মিসেস খুরানা নই, আমি তাহিরা কশ্যপ।'



পরিচালক তাহিরার কথায়, 'এটা নিজের কাছে নিজেকে প্রমাণ করার বিষয়। কেন আমায় অন্যদের পরিচয়ে পরিচিত হতে হবে?'



প্রসঙ্গত, আয়ুষ্মানের স্ত্রী হয়েও সহজ ছিল না তাহিরার জীবন, তাঁকে লড়াই করতে হয়েছে ক্যান্সারের সঙ্গে।



ক্যানসারের সঙ্গে একটা দীর্ঘ লড়াই করে আপাতত সুস্থ তাহিরা, নিজের কেরিয়ার গড়ে তুলেছেন তিনি।



প্রসঙ্গত, স্ত্রীকে সবসময়েই আগলে রাখেন আয়ুস্মান, তাহিরাকে নিয়ে গর্বিত তিনিও।



তাহিরা বলেছেন, একসময়ে আয়ুষ্মানের পরিচয়ে পরিচিত হতে খারাপ লাগত তাঁর



তবে পরিস্থিতি এখন অনেকটাই আলাদা। এই সমস্ত কিছুকে পাত্তা দিতে চান না তাহিরা