সোনম কপূরের লম্বা চুল নজরকাড়া। চাইলে আপনিও পেতে পারেন এমন লম্বা চুল। সোনম কপূর চুল ভাল রাখার জন্য বেশ কিছু ঘরোয়া নিয়ম পালন করেন, সেগুলো কী কী? রোজ রাতে শোওয়ার আগে সোনম ভাল করে নিজের চুল ব্রাশ করে নেন। এতে চুলের গোড়ায় রক্তসঞ্চালন বাড়ে। কাঠবাদাম, নারকেল আর ভিটামিন ই মিশিয়ে একটি তেল তৈরি করে সোনম নিয়মিতভাবে সেটি মাথায় লাগান। চুলে স্টাইলিং করার জন্য হিট দেওয়ার দরকার হলে সবসময়েই হিট প্রোটেকশন স্প্রে ব্যবহার করেন সোনম সোনম চুলে হেয়ার পারফিউম বা সুগন্ধী ব্যবহার করেন। এতে চুল থাকে সুগন্ধী, তবে ক্ষতিও হয় না। সোনম কপূর এসেনশিয়ার অয়েলের সঙ্গে লোবানের ধোঁয়া ব্যবহার করেন তাঁর চুলকে সুগন্ধী রাখার জন্য সোনম কপূর অয়েল ইন সেরাম ব্যবহার করেন চুলকে নরম রাখার জন্য। এতে চুল পুষ্টিও পায়। চুলে যাতে খুশকি না হয়, সোনম ব্যবহার করেন লেবুর রস আর নারকেল তেল। সোনম কপূর হেয়ার স্টাইলিং না করলে সাধারণত চুল বেঁধে রাখতেই পছন্দ করেন। এতে চুলে নোংরা কম হয়