অনেক অল্প বয়স থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত তিনি, করেছেন থিয়েটারও।



কিন্তু কতদূর পড়াশোনা করেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ?



উত্তর কলকাতায় জন্ম শ্রীময়ীর, বেড়ে ওঠা নিজের বাড়িতেই।



Duff High School for Girls-এ পড়াশোনা করেছেন শ্রীময়ী। সেখানেই শেষ করেছেন স্কুলজীবন।



এরপরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজিতে স্নাতক হল শ্রীময়ী।



পড়াশোনা করতে করতেই তিনি ধারাবাহিকে অভিনয় শুরু করেন। কাজ করেছেন থিয়েটার-এও



'কৃষ্ণকলি' ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে আলাদাভাবে নজর কাড়েন শ্রীময়ী।



কেবল নেতিবাচক চরিত্র নয়, বিভিন্ন রকমের চরিত্রে, বিভিন্ন মাধ্যমেই দেখা গিয়েছে শ্রীময়ীকে।



বর্তমানে শ্রীময়ী কাঞ্চন মল্লিকের সঙ্গে বিবাহিত, তাঁর সন্তানের মা।



আপাতত সন্তানের জন্যই কাজ থেকে বিরতি নিয়েছেন শ্রীময়ী। সন্তান একটু বড় হলেই ফিরবেন কাজে।